Tuesday, November 12, 2024
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusহাবিপ্রবিতে উপাচার্য হিসেবে যোগদান করলেন অধ্যাপক ড. মোঃ এনামউল্ল্যা

হাবিপ্রবিতে উপাচার্য হিসেবে যোগদান করলেন অধ্যাপক ড. মোঃ এনামউল্ল্যা

Print Friendly, PDF & Email

হাবিপ্রবি সংবাদদাতা: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অষ্টম উপাচার্য হিসেবে দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোঃ এনামউল্যা।

গত ২১ অক্টোবর (সোমবার) বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর (আচার্য) মহামান্য রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ড. মোঃ এনামউল্ল্যা কে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগের তথ্য জানানো হয়।

নিয়োগ পাওয়ার পর বুধবার (২৩ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বিশ্ববিদ্যালয়ের জরুরি আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. হাসান ফুয়াদ এল তাজের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

দায়িত্বভার গ্রহণের পর নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোঃ এনামউল্ল্যা শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘হাবিপ্রবি দেশের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের সহযোগিতায় শিক্ষা ও গবেষণায় হাবিপ্রবিকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। এক্ষেত্রে আমি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সকলের সহযোগিতা কামনা করছি। আপনাদের সহযোগিতা ছাড়া আমার একার পক্ষে কখনোই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়া সম্ভব নয়।’

উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন ড. মোঃ এনামউল্ল্যা। এছাড়াও তিনি ২০০৩ সালে জাপানের টোকিও ডেনকি বিশ্ববিদ্যালয়ের পরিবেশগত পদার্থ রসায়ন বিভাগ ও আওয়ামা গেকুইন বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের ভিজিটিং অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০১৫ থেকে ২০২০ পর্যন্ত কানাডার ইয়র্ক ইউনিভার্সিটি’র রসায়ন বিভাগে চুক্তিভিত্তিক অনুষদ হিসাবেও শিক্ষকতা করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments