Friday, March 28, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusহাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং ও মাদক বিরোধী র‍্যালি

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং ও মাদক বিরোধী র‍্যালি

Print Friendly, PDF & Email

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) র‍্যাগিং ও মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (২৯শে অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে র‍্যালিটি শুরু হয়ে ২নং ফটক, বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়ক, প্রধান ফটক এবং গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে শেষ হয়।

উক্ত র‍্যাগিং ও মাদক বিরোধী র‍্যালির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড.মো.এনামউল্যা। আরো উপস্থিত ছিলেন হাবিপ্রবি রেজিস্ট্রার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান, প্রক্টর প্রফেসর ড.মো. শামসুজ্জোহা।এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।

হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড মো. এনামউল্যা বলেন, র‍্যাগিং নামক অপসংস্কৃতি দেশের শিক্ষাঙ্গণে মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে যা সত্যি বেদনাদায়ক। বিশ্ববিদ্যালয় হলো মুক্ত জ্ঞানচর্চার জায়গা। যেখানে একজন নবীন শিক্ষার্থী শুরুতেই র‍্যাগিংয়ের নামে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। যা আমাদের কাম্য নয়। আমরা সকলে মিলে এ বিশ্ববিদ্যালয় হতে র‍্যাগিং ও মাদককে কঠোর হস্তে দমন করব। এ ক্যাম্পাসকে র‍্যাগিং ও মাদকমুক্ত ঘোষণা করে উপাচার্য  শিক্ষার্থীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। 

উল্লেখ্য যে, র‍্যাগিং এ কোন শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে হাবিপ্রবি’র র‍্যাগিং প্রতিরোধ ও প্রতিকার নীতিমালা ২০২১ অনুযায়ি ব্যবস্থা নেওয়া হবে। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো সতর্কতা, বিভিন্ন মেয়াদে শিক্ষা কার্যক্রম হতে সাময়িক বহিস্কার, শিক্ষা কার্যক্রম হতে স্থায়ী বহিস্কার, আবাসিক হল হতে সাময়িক ও প্রয়োজনে স্থায়ী বহিস্কার এবং ঘটনার গুরুত্ব বিবেচনা করে প্রচলিত ফৌজদারী কার্যবিধি অনুযায়ি আইন শৃংখলা বাহিনী বরাবর ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ ইত্যাদি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments