Thursday, December 5, 2024
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusহাবিপ্রবিতে এগ্রিকালচার প্রিমিয়ার লীগ-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

হাবিপ্রবিতে এগ্রিকালচার প্রিমিয়ার লীগ-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) এগ্রিকালচারাল প্রিমিয়ার লীগ-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় টায় কৃষি অনুষদীয় ছাত্র সমিতির আয়োজনে  উক্ত প্রিমিয়ার লীগের ফাইনাল ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার।এছাড়াও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

খেলায় প্রথমে কৃষি অনুষদ ২০ ব্যাচ এগিয়ে থাকলেও কৃষি অনুষদ ২২ ব্যাচ পরবর্তীতে গোল করে সমতায় ফেরেন।নির্ধারিত সময়ে কোনো দল গোল ব্যাবধানে এগিয়ে না থাকলে খেলাটি ট্রাইবেকারে গড়ায়।ট্রাইবেকারে ২০ ব্যাচকে হারিয়ে ২২ ব্যাচ চ্যাম্পিয়ন হয়।

উক্ত ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে ২২ ব্যাচের তানজিম মোস্তাফিজ এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ২২ ব্যাচের নুর ইসলাম পারভেজ। 

প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, খেলাধুলার মাধ্যমে শরীর ও মন ভালো থাকে। তোমাদের জুনিয়ররা আজকে চ্যাম্পিয়ন হয়েছে। এটা সিনিয়র ব্যাচের জন্য গর্বের। আমি মনে করি তোমরা দুই দলই চ্যাম্পিয়ন হয়েছ। তিনি আরো বলেন, খেলাধুলা সংক্রান্ত যেকোনো সহযোগিতা আমি অব্যাহত রাখতে চাই। এই কেন্দ্রীয় মাঠে লাইটিং ব্যাবস্থা করা হবে।সেইসাথে ক্রিকেটের পিচ, পূর্ব পার্শ্বে ভলিবল মাঠ সুন্দর করা হবে। নুর হোসেন হল মাঠে নারী শিক্ষার্থীদের জন্য খেলার উপযোগী মাঠ তৈরি করা হবে যেন নারীরাও ঠিকমতো খেলাধুলা করতে পারে। যেহেতু তাদের জন্য নির্ধারিত কোনো খেলাধুলার মাঠ নেই। খেলাধুলার মানোন্নয়নের বিষয়ে শিক্ষার্থীদের কাছ থেকে  সহযোগিতার কথাও ব্যাক্ত করেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments