Friday, March 28, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusহাবিপ্রবি ইউট্যাবের সভাপতি প্রফেসর আবু হাসান, সম্পাদক প্রফেসর ফারুক হাসান

হাবিপ্রবি ইউট্যাবের সভাপতি প্রফেসর আবু হাসান, সম্পাদক প্রফেসর ফারুক হাসান

Print Friendly, PDF & Email

হাবিপ্রবি প্রতিনিধি: ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শাখার সভাপতি  প্রফেসর ড. মো. আবু হাসান, সাধারণ সম্পাদক  প্রফেসর ড. মোহাম্মদ  ফারুক হাসান। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর)  ইউট্যাবের অফিসিয়াল প্যাডে ইউট্যাবের সভাপতি প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব প্রফেসর ড. মো. মোর্শেদ হাসান খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে হাবিপ্রবির কৃষি অনুষদের ক্রপ ফিজিওলজি এন্ড ইকোলজি  বিভাগের প্রফেসর ড. মো. আবু হাসানকে সভাপতি এবং একই অনুষদের এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ফারুক হাসানকে সাধারণ সম্পাদক মনোনীত করে কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়। উক্ত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মনোনীত হয়েছেন প্রফেসর মো. নওশের ওয়ান, সহ-সভাপতি প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির। যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. শরীফ মাহমুদ, প্রফেসর ড. মো. মোশাররফ হোসেন ভুঞা। কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন প্রফেসর মো. মামুনার রশীদ।

উক্ত কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন প্রফেসর ড. মো.মহিদুল হাসান। প্রচার সম্পাদক প্রফেসর মো. কুতুব উদ্দিন। সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কৃষিবিদ প্রফেসর ড. সাইফুল হুদা, প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান, প্রফেসর ড. মো. সহিদুল ইসলাম, প্রফেসর ড. মো. আলমগীর হোসেন।

সভাপতির দায়িত্ব প্রাপ্তির অনুভূতি ব্যাক্ত করে প্রফেসর ড. মো. আবু হাসান বলেন, প্রতিটি গুরু দায়িত্ব মানুষের মাঝে আলাদা একটা দায়িত্ববোধ সৃষ্টি করে। আমি আমার দায়িত্বের জায়গা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভালো মন্দের বিষয়গুলো দেখার চেষ্টা করবো। সেই সাথে শিক্ষার্থীদের কল্যাণে আমরা একসাথে কাজ করবো।

সাধারণ সম্পাদকদের দায়িত্ব পেয়ে প্রফেসর ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, ইউট্যাব শিক্ষকদের একটি সংগঠন। শিক্ষকদের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সকলে মিলে একসাথে কাজ করার চেষ্টা করবো। আমরা চেষ্টা করবো সকল শিক্ষকদের সাথে নিয়ে শিক্ষার্থীদের জন্য গুণগত মানের শিক্ষা নিশ্চিত করতে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments