Friday, March 28, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusপবিপ্রবি ঘাসফুলের দায়িত্বে অর্পা ও অরনি

পবিপ্রবি ঘাসফুলের দায়িত্বে অর্পা ও অরনি

Print Friendly, PDF & Email

পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার জন্য পবিপ্রবিয়ানদের দ্বারা পরিচালিত ঘাসফুলের কার্যকরী পরিষদ-২০২৫ গঠিত হয়েছে।

৯ জানুয়ারি ২০২৫, ঘাসফুলের সদ্য সাবেক সভাপতি ফারিহা তাসনিম এবং সাধারণ সম্পাদক তানভীর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উক্ত কার্যকরী পরিষদ প্রকাশিত হয়।

কার্যকরী পরিষদ-২০২৫ এ সভাপতি হিসেবে পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থা অনুষদের তাসফিয়া আক্তার অর্পা এবং সাধারণ সম্পাদক হিসেবে আইন ও ভূমি প্রশাসন  অনুষদের ওয়াসিফা রহমান অরনি নির্বাচিত হয়েছে।

নবনির্বাচিত সভাপতি তাসফিয়ায় আক্তার অর্পা বলেন, আমার দায়িত্ব আমি নিষ্ঠা এবং সততার সাথে পালন করব, সবার সহযোগিতার মাধ্যমে আগামী দিন গুলাতে ঘাসফুলকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
দায়িত্ব পাওয়ার পরে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওয়াসিফা রহমান অরনি বলেন “ঘাসফুল এমন একটি সেচ্ছাসেবী সংগঠন যার স্লোগান হলো “সুশিক্ষাই হোক জাতি গঠনের হাতিয়ার; সুবিধাবঞ্চিত শিশুরাও পাক শিক্ষার অধিকার।” তাই আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি কারণ এই সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করার সুযোগ ঘাসফুল আমাকে করে দিয়েছিল এবং এখন বড় একটা দায়িত্বের জন্য আমাকে যোগ্য মনে করা হয়েছে।সকলের কাছে দোয়া প্রার্থনা করছি আমি যেন আমার দায়িত্ব সুষ্ঠু ভাবে পরিচালনা করতে পারি এবং ঘাসফুলকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে পারি।”

এছাড়াও সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে মোছা: ইসরাত জাহান প্রমা, মৌনীলা কর্মকার এবং সাব্বির আহমেদ।  যুগ্ম সাধারণ সম্পাদক ইজাজুর রহমান, সাজিয়া প্রাপ্তি, নাফিয়া নাওয়ার, জান্নাতি, প্রিতী দাস, আব্দুল্লাহ আল সাজিদ। সাংগঠনিক সম্পাদক নাফিস উদ্দিন। কোষাধ্যক্ষ সানজিদা আক্তার (নিশি)। শিক্ষা বিষয়ক সম্পাদক নাজমুজ সাকিব। দপ্তর সম্পাদক মো: আজিম হোসেন।   প্রচার বিষয়ক সম্পাদক নওশিন এশা, হাফসা আলম। সহশিক্ষা বিষয়ক সম্পাদক এম.এ আজিম হাসান ( দিপু), সুমাইয়া আক্তার। কর্মপরিকল্পনা বিষয়ক সম্পাদক তালহা রশিদ আদর, নেসার।

উল্লেখ্য, ‘ঘাসফুল’ একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এই সংগঠন সুবিধাবঞ্চিত শিশুদেরকে বিনা বেতনে শিক্ষা দান করে। প্রতিদিন বিকালে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সুবিধাবঞ্চিত শিশুদেরকে প্লে থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা দান করে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments