Friday, March 28, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusবাকৃবি ক্যারিয়ার ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

বাকৃবি ক্যারিয়ার ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

Print Friendly, PDF & Email

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (বাউসিসি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এবারের কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাকৃবির কৃষি অর্থনীতি অনুষদের শিক্ষক ড. মো. আখতারুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফারহান নাদিম ফাহিম।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বাকৃবি ক্যারিয়ার ক্লাবের ওই নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন ড. মো. শহীদুর রহমান ও ড. এ. কে. এম. আবদুল্লাহ আল-আমিন। অতিরিক্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিতাস রায়, আমেনা আক্তার, স্বীকৃতি বর্মণ, শাদমান সামিন, নাজিয়া সুলতানা ও অর্ণব সাহা। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন আবু নোমান মো. সিয়াম ও মো. ইফতেখার চৌধুরী ইফতি এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন নুসরাত জাহান দিনা। এছাড়াও যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে গ্রানিসা মারেক, জাহিদ হাসান, ফাহিম জামান, অনিমেষ সাহা বাপ্পী ও রেজাউল ইসলাম শাকিল দায়িত্ব পালন করবেন। মানবসম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্বে আছেন মো. ফারদিন আহসান, মো. নাবিউল হক, রিয়াদিল জান্নাত, মো. জুবায়ের বিন ফারুক ও মো. মোস্তাক আবিদ স্বপ্নীল। গবেষণা ও উন্নয়ন ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহমিদা ফারাহ রিতু, বিশ্বাস মনন রহমান, ফারিয়া আফরিন প্রমি, জি. এম. একরামুল হক রাব্বি ও মায়েশা ফারজানা মৃদুলা। কমিউনিকেশন লিডার হিসেবে আছেন আনিন্দিতা জেনিফার পালমা, ফারিয়া আফরিন, মো. সাব্বির হোসেন, ফেরদৌসি হক ফারিহা, মাহজাবিন ফাইজা ও সামিয়ান খান সাজিন। ডিজিটাল কনটেন্ট নির্মাতা হিসেবে কাজ করবেন মো. আরকানুল ইসলাম আকিক, রাইদা তাসনিম, মো. সাদমান হাফিজ সিয়াম, সোহানা আফরোজ বৃষ্টি, মো. রুহুল খান মুন ও মো. সানজিদ মাহমুদ। গণমাধ্যম ও সম্পর্ক বিষয়ক দায়িত্বে থাকবেন বৈশাখী বিশ্বাস, আল নাহিয়ান সাদ, সাবিহা সুলতানা পুষ্প, তাহমিদুল হক শামস ও ফাইয়েমা সুলতানা চৌধুরী। ইভেন্ট ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আশিকুর রহমান, মো. রিয়াদ হোসেন, মো. জসিম উদ্দিন, সৈয়দ নিয়াজ মাহমুদ নুহান, ঋতিকা সাহা প্রাচী ও রুকসানা আক্তার রিদিতা। 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments