Friday, August 22, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusখামারিদের দোরগোড়ায় চিকিৎসা–টিকাদানে এগিয়ে এলো বাকৃবি

খামারিদের দোরগোড়ায় চিকিৎসা–টিকাদানে এগিয়ে এলো বাকৃবি

Print Friendly, PDF & Email

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্রের (বাউএক) সার্বিক তত্ত্বাবধানে এবং বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতাল ও মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের সম্মিলিত সহযোগিতায় ময়মনসিংহ সদরের সাথিয়াপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী “গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা, রোগ প্রতিকার ও টিকাদান কর্মসূচি-২০২৫”।

রোববার (২৭ জুলাই) দিনব্যাপী ময়মনসিংহ সদরের সাথিয়াপাড়া এলাকায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্রের (বাউএক) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. আনিসুর রহমান এবং মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের প্রধান অধ্যাপক ড. কে. এইচ. এম. নাজমুল হুসাইন নাজির।

এই কর্মসূচির আওতায় স্থানীয় খামারিদের গবাদিপশুকে প্রাথমিক চিকিৎসা, বিভিন্ন রোগ প্রতিকারের পরামর্শ এবং প্রয়োজনীয় টিকা প্রদান করা হয়।

প্রধান অতিথি অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, গবাদিপশু বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির চালিকাশক্তি। একজন খামারির স্বপ্ন, জীবিকা ও সম্ভাবনা অনেকাংশেই নির্ভর করে তার পশুর স্বাস্থ্যের ওপর। কিন্তু তথ্য ও সেবার ঘাটতির কারণে অনেক সময় প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্ত না হওয়ায় পশুর মৃত্যু ঘটে বা উৎপাদন কমে যায়। আমরা চাই, এ অবস্থা বদলাতে। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতাল এবং মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগ মিলে আজকে খামারিদের দোরগোড়ায় উপস্থিত হয়েছে।

তিনি আরো বলেন, আমরা শুধু চিকিৎসা দিতে আসিনি, আমরা এসেছি জ্ঞান, সচেতনতা ও আস্থার সেতুবন্ধন গড়তে। আজকে যেসব খামারি ও পশুপ্রেমী ভাই-বোনরা এখানে এসেছেন, তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের অংশগ্রহণই প্রমাণ করে, আপনারা সচেতন হচ্ছেন, আগ্রহী হচ্ছেন। 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments