Friday, August 22, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusতাপসী রাবেয়ার মতো জ্ঞানী হয়ে উঠো”–নবীনদের উদ্দেশ্যে বাকৃবির ছাত্র উপদেষ্টা 

তাপসী রাবেয়ার মতো জ্ঞানী হয়ে উঠো”–নবীনদের উদ্দেশ্যে বাকৃবির ছাত্র উপদেষ্টা 

Print Friendly, PDF & Email

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তাপসী রাবেয়া হলে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,

“তোমরা সবাই তাপসী রাবেয়ার মতো জ্ঞানী, মহীয়সী নারী হিসেবে নিজেদের গড়ে তুলবে।”

রবিবার (১০ আগস্ট) সন্ধ্যায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসরাত জাহান শেলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির সভাপতি অধ্যাপক ড. মাহবুবা জাহান, হাউস টিউটরবৃন্দ, নবীন শিক্ষার্থী ও অন্যান্য কর্মকর্তা ও সংগঠনের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয় এবং নবীনদের পক্ষ থেকে দুজন শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করেন।

প্রভোস্ট অধ্যাপক ড. ইসরাত জাহান শেলী বলেন,

“তোমাদের হলে সুষ্ঠু পড়ালেখার পরিবেশ নিশ্চিত করার জন্য আমি সর্বদা সচেষ্ট থাকব।”

উল্লেখ্য, বাকৃবিতে নবীন শিক্ষার্থীদের জন্য স্নাতক প্রথম বর্ষের ক্লাস আগামী ১১ আগস্ট থেকে শুরু হবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments