Sunday, November 16, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusলেবুখালি টোলপ্লাজায় পবিপ্রবি শিক্ষার্থীদের এগ্রি ব্লকেড কর্মসূচি

লেবুখালি টোলপ্লাজায় পবিপ্রবি শিক্ষার্থীদের এগ্রি ব্লকেড কর্মসূচি

Print Friendly, PDF & Email

পবিপ্রবি প্রতিনিধি: কৃষিবিদ ঐক্য পরিষদের ডাকা এগ্রি ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা লেবুখালি পায়রা টোলপ্লাজায় সড়ক অবরোধ করেছেন।

রবিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে শুরু হয়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে ঢাকা-পটুয়াখালী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা জানান, কৃষিবিদরা দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাঁদের ন্যায্য দাবি দীর্ঘদিন উপেক্ষিত হচ্ছে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবির কারণে কৃষিবিদ সমাজে ক্ষোভ তৈরি হয়েছে। এ সময় শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দেন এবং তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— কৃষিবিদদের জন্য সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত করা,  কৃষিক্ষেত্রে ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবি বাতিল করা, কৃষিবিদদের পেশাগত উন্নয়ন, পদোন্নতি ও প্রণোদনা কাঠামো দ্রুত কার্যকর করা।

পবিপ্রবির কৃষি অনুষদের শিক্ষার্থী লিমন বলেন, “আমরা কৃষির মাঠে কাজ করি, কৃষকদের পাশে থাকি। অথচ আমাদের প্রাপ্য মর্যাদা দেওয়া হয় না। তিন দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর হবে।” 
অন্য শিক্ষার্থী হাফিজুর বলেন, “ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবির কারণে কৃষিবিদদের মর্যাদা প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা তা মেনে নিতে পারি না।”
আন্দোলন চলাকালে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। তবে সংঘর্ষ বা বলপ্রয়োগের কোনো ঘটনা ঘটেনি।
শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments