Tuesday, November 12, 2024
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusবশেমুরকৃবি'র আন্তর্জাতিক বিষয়ক পরিচালক পদে বিজ্ঞানী তোফাজ্জল ইসলাম

বশেমুরকৃবি’র আন্তর্জাতিক বিষয়ক পরিচালক পদে বিজ্ঞানী তোফাজ্জল ইসলাম

Print Friendly, PDF & Email

বশেমুরকৃবি’র পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক) পদে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং (আইবিজিই)-এর প্রতিষ্ঠাকালিন প্রফেসর ও পরিচালক ড. তোফাজ্জল ইসলাম গত ০২ জুন (রবিবার) দায়িত্বভার গ্রহণ করেন

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক) সেমিনার কক্ষে উৎসব মুখর পরিবেশে এ দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণ উন্নয়ন ও অর্থনীতি বিভাগের প্রধান ও সহকারী পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক) প্রফেসর ড. মো. মনজুরুল ইসলাম। বাংলাদেশ বিজ্ঞান একাডেমি এবং বিশ্ব বিজ্ঞান একাডেমি-এর নির্বাচিত ফেলো এ জীবপ্রযুক্তিবিদ, আইবিজিই’র প্রফেসরের দায়িত্ব পালনের পাশাপাশি ২ বছরের জন্য এ অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। সার্বিক বিষয়ে জানতে চাইলে এ জীবপ্রযুক্তিবিদ বলেন, “আমার যাবতীয় উদ্ভাবন ও আবিস্কারের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতার আলোকে প্রজ্বলিত হবে বশেমুরকৃবি’র আন্তর্জাতিক বিষয়ক অঙ্গন। যার নিরিখে বশেমুরকৃবি’র যেকোনো গবেষণালব্ধ উদ্ভাবন নিরূপিত হবে আন্তর্জাতিক মানদণ্ডে। “

মেধা-মনন ও অভিজ্ঞতার সবটুকু নিঙড়ে এ বিশ্ববিদ্যালয়কে বিজ্ঞানভিত্তিক গবেষণার উৎকর্ষ সাধনের এক উজ্জ্বল ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চান বলেও দৃঢ়তা ব্যক্ত করেন ১০ সহস্রাধিক গবেষণা সাইটেশনের অধিকারী এ শিক্ষাবিদ ও লেখক। জিনোম এডিটিং, কৃষিতে ন্যানো প্রযুক্তি, বারমাসি কাঁঠাল ও ইলিশের অন্ত্রের জীবাণুর জীবন রহস্য উন্মোচনকারী হিসেবে সমধিক পরিচিত বিজ্ঞানী তোফাজ্জল ইসলাম। কৃতিত্বের শীর্ষে অবস্থান করায় বাংলাদেশ বিজ্ঞান একাডেমি স্বর্ণপদক, কমনওয়েলথ ইনোভেশন পুরস্কার, রোটার ফাউন্ডেশনের ভোকেশনাল এক্সিলেন্স পুরস্কার, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক পুরস্কার, খাদ্য ও কৃষি পুরস্কার, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন (ইউজিসি) পুরস্কারসহ বহু অভিধায় পুরস্কৃত হয়েছেন ১৯৬৬ সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেয়া এ প্রথিতযশা কৃষিবিদ। বিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবনের শতভাগ সফল ব্যবহার নিশ্চিত করে বশেমুরকৃবি হয়ে উঠবে বিজ্ঞানভিত্তিক পাঠদানের এক আদর্শ প্রতিষ্ঠান হিসেবে, যার সুফল ভোগ করবে দেশ ও আন্তর্জাতিক বিভিন্ন আঙ্গিক এমনটি আশা করছেন বায়োটেকনোলজিস্ট এবং ক্রিসপার-কাস মেথড এবং বেসিলি অ্যান্ড এগ্রোবায়োটেকনোলজি দুটি সিরিজ বইয়ের প্রধান সম্পাদক বিজ্ঞানী প্রফেসর ড. তোফাজ্জল ইসলাম।

উল্লেখ্য, গত ২৭ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ সিরাজুল ইসলাম তালুকদার স্বাক্ষরিত এক আদেশবলে এ নিয়োগ দেয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments