পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সার্বজনীন পেনশন স্কিম প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে ৫ম দিনেও কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি চলছে।
৭ জুলাই (রবিবার) বেলা ১১ টায় টানা ৫ম দিনে অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কৃষি অনুষদের সামনে অবস্থা কর্মসূচি পালন করছে। এই সময় শিক্ষকরা তাদের বিভিন্ন দাবির কথা তুলে ধরেন। এসময় শিক্ষকেরা সার্বজনীন পেনশন প্রত্যাহারে দাবি আদায় না হাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া ঘোষণা দেন। শিক্ষক সমিতির এই সর্বাত্মক কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা। স্থবির হয়ে পড়েছে পবিপ্রবির শিক্ষা কার্যক্রম। শিক্ষার্থীরা দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানান।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুন্না বলেন,” আমারা আজ ক্ষতিগ্রস্ত। নিজেদের অধিকার আদায়ে মাঠে নেমেছি। দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। সফলতা না আাসা পর্যন্ত সবকিছু বন্ধ রেখতে হবে। এছাড়াও কর্মকর্তা পরিষদের সভাপতি সাইদুর রহমান জুয়েল বলেন, ” আমরা যদি আন্দোলন জোরালোভাবে বাস্তবায়ন করতে পারি , তবে দ্রুত আমরা সফল হতে পারব। “