Sunday, November 16, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeInternational"Peace and Non-Violence" মূলমন্ত্রে শেকৃবিতে ত্রিদেশীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় বিজয়ী

“Peace and Non-Violence” মূলমন্ত্রে শেকৃবিতে ত্রিদেশীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় বিজয়ী

Print Friendly, PDF & Email

শেকৃবি প্রতিনিধি: “Peace and Non-Violence” বা “শান্তি ও অহিংসা” মূলমন্ত্রকে সামনে রেখে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কেন্দ্রীয় খেলার মাঠে ‘Triangular Regional Football Championship’-এর সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় ১-০ গোলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে শিরোপা অর্জন করে।

ফাইনাল ম্যাচটি উপভোগ করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানী হাইকমিশনার মি. ইমরান হায়দার, কাউন্সিলর ও ফার্স্ট সেক্রেটারি মি. জিয়া উল হক, এবং বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ডেলিগেট মি. জায়েন আজিজ। অনুষ্ঠানে উপস্থিত থেকে শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, “ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে শান্তির বার্তা পৌঁছে দেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য।”

চ্যাম্পিয়নশিপে অংশ নেয় তিনটি দল—শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (বাংলাদেশ), পাঞ্জাব বিশ্ববিদ্যালয় (পাকিস্তান) এবং অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (নেপাল)।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেকৃবি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জসিম উদ্দিন, হিউম্যানিস্ট মুভমেন্ট অস্ট্রেলিয়ার প্রতিনিধি ও নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ডেকলার হুয়েগো, হিউম্যানিস্ট বাংলাদেশ প্রতিনিধি আইউব আনসারী, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এরশাদ মোগল, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও পরিচালক (খেলাধুলা) ড. সাব্বির সরোয়ার, টিম ম্যানেজার সাজ্জাদ আকবর, রিসার্চ অ্যাসোসিয়েট জাভারিয়া শাফাক, এবং অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ড. সারিনা পালিখা ও ড. সাবরিন সিরিসথা।

এ ছাড়া উপস্থিত ছিলেন শেকৃবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. আশাবুল হক, প্রক্টর প্রফেসর ড. মো. আরফান আলী, শরীরিক শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক মো. নূর উদ্দীন মিয়া, টিএসসি পরিচালক প্রফেসর মো. আক্তার হোসেন, শেরেবাংলা হলের প্রভোষ্ট প্রফেসর মো. আব্দুল লতিফসহ অন্যান্য হলের প্রভোষ্টবৃন্দ।

তিন দেশের শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাস ও সৌহার্দ্যের পরিবেশে খেলাটি উপভোগ করেন

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments