মোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি: দ্বীপ জেলা ভোলায় আগামীকাল (রবিবার, ২৪ আগস্ট) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘জলবায়ু সহনশীলতা ও প্রযুক্তি মেলা’। জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় স্থানীয় উদ্ভাবন ও অভিযোজন প্রযুক্তি প্রদর্শনের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে, যা চলবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত।
‘পরিবর্তনশীল উপকূল: উদ্ভাবনী ধারা; স্থানীয় প্রযুক্তির অভিযোজন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার বাংকের হাটর জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সামনের মাঠে এই মেলা অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানিয়েছেন, মেলার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) যৌথভাবে এই মেলার আয়োজন করছে। সুইডেন সরকারের আর্থিক সহায়তায় বাস্তবায়নাধীন ‘কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি-সিআরইএ (CREA)’ প্রকল্পের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন জানান, মেলায় উপকূলীয় মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর উপযোগী বিভিন্ন প্রযুক্তি ও উদ্ভাবনী কৌশল প্রদর্শন করা হবে। এর মাধ্যমে দর্শনার্থী ও কৃষকরা জলবায়ু অভিযোজন বিষয়ক কার্যকর প্রযুক্তি এবং এর ব্যবহার সম্পর্কে সরাসরি ধারণা লাভ করতে পারবেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভোলার জেলা প্রশাসক আজাদ জাহান-এর উপস্থিত থাকার কথা রয়েছে। আর সমাপনী ঘেষনা করবেন পুলিশ সুপার মোঃ শরিফুল হক আয়োজকরা আশা করছেন, এই মেলা উপকূলীয় অঞ্চলের মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং একটি জলবায়ু সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।