Tuesday, November 18, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeNationalজলবায়ু পরিবর্তন মোকাবিলায় চারাগাছ বিতরণ কর্মসূচি

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চারাগাছ বিতরণ কর্মসূচি

Print Friendly, PDF & Email

বিশেষ প্রতিনিধ: নারায়ণগঞ্জের যাত্রা মুড়া আরাফাত তারতীলুল কুরআন মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ কর্মসূচি আয়োজন কর হয়। পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি রবিবার (৩১ আগস্ট ২০২৫) জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এ কর্মসূচীর আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির পরিচালক মোঃ ইয়ামিন ভূইয়া এবং সঞ্চালনা করেন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড তারাব পৌরসভার সাবেক কাউন্সিলর ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আব্দুল মতিন ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক হাজী পনির হোসেন ভূইয়া, হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুক, এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন “পরিবেশ রক্ষায় প্রত্যেকের সচেতনতা জরুরি। একটি চারাগাছ রোপণ মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি জীবন বাঁচানো। আমাদের সন্তানরা যদি ছোটবেলা থেকে গাছের গুরুত্ব বোঝে, তবে আগামীর বাংলাদেশ হবে সবুজ ও নিরাপদ।”

সভাপতি মোঃ ইয়ামিন ভূইয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন—
“জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা এখন বিশ্বব্যাপী আলোচিত। আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগানোর অঙ্গীকার করতে হবে।” অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, চারাগাছ রোপণের পাশাপাশি এর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে, যাতে প্রকৃতি আবারও তার নিজস্ব ভারসাম্য ফিরে পায়।

শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। উপস্থিত অতিথিরা জানান, এ উদ্যোগ আগামী প্রজন্মকে পরিবেশবান্ধব সমাজ গঠনে অনুপ্রেরণা যোগাবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments