নিজস্ব প্রতিনিধি: পিকেএসএফ কর্তৃক বাস্তবায়নাধীন GCF-Readiness-2 শীর্ষক প্রকল্পের উদ্যোগে ২৩ সেপ্টেম্বর ২০২৫ খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ‘পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয়’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। অধ্যাপক ড. শাহ আলম, পরিচালক, আঞ্চলিক কেন্দ্র, জাতীয় বিশ্ববিদ্যালয়-এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি ছাদেক আহমাদ কর্মলাশায় মুখ্য আলোচক হিসেবে পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন, গ্রিন ক্লাইমেট ফান্ড ও পিকেএসএফ-এর এতদ্বিষয়ক কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন।
খুলনা বিভাগে অবস্থিত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, শিক্ষা প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের প্রতিনিধি এবং জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, ও পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
‘Increasing the Capacity of Bangladesh’s NDA and Direct Access Accredited Entities to Access GCF Resources (GCF-Readiness)’ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত বিষয়ে আলোকপাত করা হয়।



