নিজস্ব প্রতিনিধি: “হাত রেখে হাতে, উত্তম খাদ্য ও উন্নত আগামীর পথে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব খাদ্য দিবস ২০২৫ উদযাপন করা হয় খাগড়াছড়ি জেলার গুইমারা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাজা পাড়ায়। আয়োজনটি করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আলো’ ও ‘খানি’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আইরিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো: রেজাউল করিম, প্যানেল চেয়ারম্যান হরি পদ্ম ত্রিপুরা, এবং ‘আলো’ নির্বাহী পরিচালক বাবু অরুণ কুমার চাকমা।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সহযোগিতা, পুষ্টিকর খাদ্য ও টেকসই কৃষি পদ্ধতির সমন্বয়ের মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি, জৈব কৃষির প্রচলন ও পুষ্টিকর খাদ্যের প্রসারে সকলের অংশগ্রহণ প্রয়োজন বলে তাঁরা মত প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ স্থানীয় কৃষক ও নারী উদ্যোক্তাদের তৈরি জৈব ও পুষ্টিকর পণ্যের প্রদর্শনী পরিদর্শন করেন।
দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক, নারী উদ্যোক্তা ও তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে হাজা পাড়া পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে।