নিজস্ব প্রতিনিধি: জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা)-তে এন-৩১তম বুনিয়াদি কোর্সের প্রশিক্ষণ চলছে। কোর্সের সংযুক্তির অংশ হিসেবে প্রশিক্ষণার্থীরা (১৫ অক্টোবর ২০২৫) বুধবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) পরিদর্শন করছেন।
বিএআরসি মিলনায়তনে প্রশিক্ষণার্থীদের মাঝে বাংলাদেশের নার্সভুক্ত প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম উপস্থাপন করেন বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম। এ সময় নাটা’র মহাপরিচালক জনাব মোঃ সাইফুল আজম খান, বিএআরসি’র প্রশিক্ষণ ও জনশক্তি ইউনিটের পরিচালক ড. মোঃ মাহফুজ আলম, নাটা’র উপপরিচালক (উদ্যানতত্ত্ব) এবং এন-৩১তম বুনিয়াদি কোর্সের কোর্স পরিচালক ড. মোঃ আব্দুল্লাহ-আল-ফারুক, বিএআরসি’র প্রশিক্ষণ ও জনশক্তি ইউনিটের প্রধান ট্রেনিং অফিসার জনাব মোঃ আল মোবাচ্ছের হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়াও বিএআরসি’র কার্যক্রম, অর্জন এবং জাতীয় উৎপাদনে অবদান বিষয়ে সদস্য পরিচালক (শস্য) ড. মোঃ আবদুছ ছালাম এবং বিএআরসি’র প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে সদস্য পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মোঃ ছায়ফুল্লাহ প্রশিক্ষণার্থীদের সম্যক ধারণা প্রদান করেন।