Wednesday, October 22, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureমানিকগঞ্জের শিবালয়ে তারুণ্য ও প্রযুক্তি -কৃষির অগ্রগতি শীর্ষক প্রশিক্ষণ আয়োজিত

মানিকগঞ্জের শিবালয়ে তারুণ্য ও প্রযুক্তি -কৃষির অগ্রগতি শীর্ষক প্রশিক্ষণ আয়োজিত

Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ের রামনগর আইপিএম কৃষি সমবায় সমিতিতে তারুণ্য ও প্রযুক্তি -কৃষির অগ্রগতি শীর্ষক প্রশিক্ষণ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ আয়োজিত হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) প্রশিক্ষণ উদ্বোধন করেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো: মসীহুর রহমান। উদ্বোধনকালে তিনি বলেন বর্তমান সময়ে কৃষিকে এগিয়ে নিতে প্রযুক্তি গ্রহণের কোন বিকল্প নেই। লাগসই প্রযুক্তির মাধ্যমে কৃষকেরা কৃষিকে একটি লাভজনক পেশায় পরিনত করতে পারবে। প্রশিক্ষণে উপস্থিত তরুণ কৃষকদের উদ্দেশ্য করে তিনি বলেন আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে তরুণদের উৎপাদনের বিষয়ে কৌশলী হতে হবে। খামারি এপস এর ব্যবহার উপযোগিতা বৃদ্ধির নিমিত্তে তিনি বলেন তরুণরা কৃষি পেশায় আসতে চাইলে তাদের জন্য একটি উত্তম দিকনির্দেশক হতে পারে খামারি এপস। ফসল উপযোগিতা, সার সুপারিশ সহ লাভজনক কৃষির সকল তথ্য এখান থেকে পাওয়া যায় বিধায় সকলকে তিনি এটির ব্যবহারে উৎসাহিত করেন। এছাড়া কৃষি তথ্য সার্ভিস এর নানাবিধ তথ্য প্রচারের মাধ্যম সম্পর্কে উপস্থিত কৃষককে সম্যক ধারণা প্রদান করেন তিনি।

উক্ত প্রশিক্ষণে উপস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলার উপপরিচালক শাহজাহান সিরাজ কৃষকদের উত্তম কৃষি চর্চা সম্পর্কে অবহিত করেন। একই সাথে জেলার রবি মৌসুমে কৃষিতে করণীয়, জেলায় সারের পরিস্থিতি নিয়ে কৃষকদের সাথে আলোচনা করেন। উক্ত প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ মহসীন, শিবালয় উপজেলার উপজেলা কৃষি অফিসার রাজিয়া তরফদার। ঢাকা অঞ্চলের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার সাবরিনা আফরোজের পরিচালনায় আয়োজিত উক্ত প্রশিক্ষণে ৩০ জন কৃষক অংশগ্রহণ করে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকেরা জানান তাদের প্রত্যন্ত অঞ্চলে এরকম কৃষক প্রশিক্ষনের আয়োজন করায় তারা অত্যন্ত আনন্দিত। তারা নিজেদের এলাকায় এরকম হাতে কলমে কৃষক প্রশিক্ষণ আরও আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রশিক্ষণ শেষে উক্ত ক্লাবের বিভিন্ন কার্যক্রম ও কৃষক পর্যায়ে তৈরি সংরক্ষণাগার সকলে পরিদর্শন করেন। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শিবালয়, মানিকগঞ্জ ও কৃষি তথ্য সার্ভিসের ঢাকা আঞ্চলিক কার্যালরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments