Tuesday, October 21, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureবগুড়া সদরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বীজ ও সার বিতরণ

বগুড়া সদরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বীজ ও সার বিতরণ

Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিনিধি: বগুড়া সদর উপজেলা পরিষদ হলরুমে বিনামূল্যে শীতকালীন শাকসবজি এবং মাঠফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া সদর এ প্রণোদনা বিতরণের আয়োজন করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসনা আফরোজা, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বগুড়া । প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কৃষি আমাদের অর্থনীতির মূল ভিত্তি। দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি চাহিদা পূরণ ও কৃষকের জীবনমান উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের অবশ্যই নিরাপদ ফসল উৎপাদন করতে হবে, একই সাথে যথাযথ সার ও কীটনাশক ব্যবহার করতে হবে। ফলে উৎপাদন খরচ কমবে এবং পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে ।

মোঃ আব্দুল ওয়াজেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ সোহেল মোঃ শামসুদ্দিন ফিরোজ, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া।

বিশেষ অতিথির বক্তব্যে উপপরিচালক বলেন, কৃষকদের প্রণোদনা দেওয়ার লক্ষ্য হলো ফসল উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, আমদানি নির্ভরতা কমানো এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা। কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের ফলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং তারা আগাম শাকসবজি ও রবি ফসল চাষে উৎসাহিত হবেন। একই সাথে ভোজ্য তেলের চাহিদা পূরন হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ ইসমত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা, বগুড়া সদর, বগুড়া। এসময় ২০২৫-২৬ অর্থবছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৩৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমে আগাম শীতকালীন শাকসবজি, বসতবাড়ি ও মাঠে চাষাবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরিষা, গম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারী, অড়হর এবং চিনাবাদাম এর বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments