নিজস্ব প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার সদর উপজেলায় আউশ প্রদর্শনী এবং লেবু জাতীয় ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৩১ জুলাই) রাজস্ব খাতের অর্থায়নে খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে বাস্তবায়িত আউশ প্রদর্শনী ব্রি ধান-৯৮ এবং লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন সম্মানিত উপপরিচালক জনাব মো: মনিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইসরাত জাহান মিলি, অতিরিক্ত উপপরিচালক (শস্য) । এছাড়া আরো উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলার সুযোগ্য উপজেলা কৃষি অফিসার জনাব আলী আহম্মদ, কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মোঃ রাসেল-মনির, এসএপিপিও জনাব ফনি ভূষন ঢালী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি জনাব মোঃ মনিরুল ইসলাম এ সময় কৃষক কৃষাণীদের আউশের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং লেবু জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য নানা দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।