ববি প্রতিনিধি: কোটা আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেদোয়ানউল ইসলাম। রেদোয়ান ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বরিশাল শহরের নথুল্লাবাদ এলাকায় আন্দোলনের সময় পুলিশির ছোড়া গুলিতে বিদ্ধ হন তিনি।
বুধবার (১৭ই জুলাই) বেলা সাড়ে চারটায় গুলিবিদ্ধ হন রেদোয়ান। কোটা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের ছোড়া শটগান শোল এসে লাগে রেদোয়ানের ঘাড়ে। আশেপাশের মানুষের সহায়তায় ইসলামিয়া হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নেন রেদোয়ান।
রেদোয়ানের সহপাঠী বাসুদেব কর্মকার বলেন, আমাদের যৌক্তিক আন্দোলনে পুলিশ কেন গুলি চালাবে? পুলিশের ছোড়া গুলিতেই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে রেদোয়ান। এমন অন্যায় হামলায় আমরা যথাযথ বিচার চাই। সাথে সাথে তিনি বলেন, হামলা করে আমাদের এই আন্দোলন বন্ধ করা যাবে না।