Tuesday, October 21, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureতারুণ্যের উৎসব উপলক্ষ্যে বরিশালে শিক্ষার্থীদের মাঝে কৃষিসিনেমা প্রদর্শন

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বরিশালে শিক্ষার্থীদের মাঝে কৃষিসিনেমা প্রদর্শন

Print Friendly, PDF & Email

নাহিদ বিন রফিক (বরিশাল): তারুণ্যের উৎসবের অংশ হিসেবে রবিবার (১৩ অক্টোবর) বরিশালে শিক্ষার্থীদের মাঝে কৃষিসিনেমা প্রদর্শন করা হয়। এ উপলক্ষ্যে কৃষি তথ্য সার্ভিসের উদ্যোগে নগরীর শহরতলী রহমতপুরে অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শ্রেণিকক্ষে এক আকর্ষণীয় কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এটিআইর অধ্যক্ষ কিশোর কুমার মজুমদার। সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার শেখ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এটিআইর প্রশিক্ষক মো. মোস্তাফিজুর রহমান এবং কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৫ জন কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, কোনো একটি বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করলে অংশগ্রহণকারীদের মধ্যে কখনো কখনো অমনোযোগী হওয়ার আশংকা থাকে। তবে ভিস্যুয়াল হলে এরকম হওয়াার সম্ভাবনা নেই বললেই চলে। আর যদি কুইজের আয়োজন করা হয় তাহলে পুরস্কারের আশায় সবাই গভীরভাবে শুনবে এবং দেখবে। এমন ফলপ্রসূ অনুষ্ঠানের আয়োজন করায় কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আজকের দেখা প্রদর্শনী শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়িয়ে দিবে। পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনে মাঠ পর্যায়ে ছড়িয়ে দিয়ে কৃষিকে সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানে এটিআইর দু’শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কুইজ বিজয়ীরা হলেন- মো. শফিকুল ইসলাম, ছাবেকুন নাহার, হাবিবা আক্তার, মো. আল আরাফাত, নুসরাত জাহান।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments