নিজস্ব প্রতিনিধি: বিশ্ব খাদ্য দিবস ২০২৫ উদযাপিত হচ্ছে “হাত রেখে হাতে, উত্তম খাদ্য ও উন্নত আগামীর পথে” এই প্রতিপাদ্যে। এ বছরের মূল বার্তা হলো—সহযোগিতা, পুষ্টিকর খাদ্য ও টেকসই কৃষি পদ্ধতির মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ে তোলা।
এই বিশেষ দিবসে তারুণ্যের উৎসব উপলক্ষে কৃষি তথ্য সার্ভিস, রাজশাহী এর পক্ষ থেকে রাজশাহী জেলার চারঘাট উপজেলার বড়বড়িয়া গ্রামে বড়বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সন্ধ্যাকালীন কৃষি বিষয়ক “সিনেমা শো” প্রদর্শন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আব্দুল কাদের সেখ, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম এবং,কৃষি তথ্য কেন্দ্র সংগঠকমোঃ এমদাদুল হক, কৃষি তথ্য সার্ভিস, রাজশাহী।
প্রদর্শনকৃত ভিডিও গুলো হচ্ছে- বিশ্ব খাদ্য দিবস ২০২৫ ডকুমেন্টারি, পরিবেশের উপর ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের ক্ষতিকর প্রভাব, খামারী অ্যাপস, ফলে কার্বাইড, ই –কৃষি, বিপিএইচ দমন, ডিএপি সার, পারচিং, বসত বাড়িতে সবজি চাষ, বিষমুক্ত সবজি চাষ, প্রত্যয়- কুমড়া জাতীয় ফসলের পরাগায়ন।
এ সময় কৃষি বিষয়ক লিফলেট/ ফোল্ডার/ পোষ্টার ও সরকারি কৃষি কল সেন্টার-১৬১২৩ স্টিকার কৃষকদের মাঝে বিতরণ করা হয়।