Tuesday, October 21, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureসিলেটে আঞ্চলিক পর্যায়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত

সিলেটে আঞ্চলিক পর্যায়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email


নিজস্ব প্রতিনিধি: সিলেটে আঞ্চলিক পর্যায়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির (RATEC) সভা ও বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) হর্টিকালচার সেন্টার, খাদিমনগর, সিলেট এর প্রশিক্ষণ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় কৃষিবিদ ড. মো: মোশাররফ হোসেন, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। সভা শুরুতে সভাপতি উপস্থিত সকল সদস্যদের স্বাগত জানান এবং বিশ্ব খাদ্য দিবস-২০২৫ এর প্রতিপাদ্য বিষয়ে অবগত করেন।
গত সভার কার্যপত্র অনুযায়ী সিদ্ধান্তসমূহ মাঠ পর্যায়ে বাস্তবায়নের অগ্রগতি জানানোর জন্য উপস্থিত কর্মকর্তাবৃন্দ আহবান জানান।

তিনি বক্তব্যে বলেন- আসন্ন রবি মৌসুমে প্রধান প্রধান ফসলের জাতভিত্তিক বীজের চাহিদা, উৎস ও প্রাপ্তি নিশ্চিত করতে হবে। নতুন নতুন উদ্ভাবিত জাত ও কৃষি প্রযুক্তি সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণের মাধ্যমে অনাবাদি পতিত জমি ও টিলা চাষের আওতায় আনা সম্ভব। তিনি এ অঞ্চলের শস্যের নিবিড়তা ও শস্য বৈচিত্র্যতা আনয়নে কাজ করতে এবং সেচ ও সার ব্যবস্থাপনা বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। মাঠে দন্ডায়মান ফসলের বর্তমান অবস্থা ও করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

উক্ত সভায় সিলেট অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন ডিএই, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট,কৃষি তথ্য সার্ভিস, বারি, ব্রি, বিনা, এসআরডিআই, বীজ প্রত্যয়ন এজেন্সি, বিএডিসি বীজ ও সার এবং চলমান সকল প্রকল্প মনিটরিং অফিসার, সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পসহ অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments