Sunday, November 16, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureনাটোর জেলায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা ২০২৫ উদ্বোধন

নাটোর জেলায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা ২০২৫ উদ্বোধন

Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিনিধি: জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর এর উদ্যোগে মঙ্গলবার (২৮ অক্টোম্বর) মঙ্গলবার বেলা ১১টায় নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার” শুভ উদ্বোধন হয়।

উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন। এবারের কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা ২০২৫। ‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ’ প্রকল্পের আওতায় আয়োজিত মেলায় জেলার কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে প্ল্যান ডক্টর ক্লিনিক, উপকরন প্রদর্শন স্টল, প্রযুক্তি কর্নার, পুষ্টি গ্রাম, আধুনিক যন্ত্রপাতি, নারী উদ্যোক্তাসহ মোট ২১টি স্টল প্রদর্শিত হচ্ছে। মেলায় জেলার সাতটি উপজেলা থেকে সর্বাধিক পরিমাণে উৎপাদিত রসুন, পেঁয়াজ, সরিষা, ধান, গম, ভুট্টা এবং মুগ ডাল দিয়ে তৈরীকৃত জেলার মানচিত্র দর্শনার্থীদের মুগ্ধ করে।
‘‘ পুষ্টিকর খাদ্য খাই বেশি করে শক্তি পা্ই ’’
উদ্বোধনী বক্তব্যে প্রধান অথিতি জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, এই মেলার মাধ্যমে কৃষক, উদ্যোক্তা, গবেষক ও সাধারণ জনগণের মধ্যে আধুনিক কৃষি উদ্ভাবন, জৈব চাষ, পুষ্টি সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার জ্ঞান ছড়িয়ে পড়বে— যা টেকসই কৃষি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি আরো বলেন কৃষি বান্ধব বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষিতে নিয়মিত ভর্তুকি ও প্রণোদনা প্রদান করা হচ্ছে। সার ও ডিজেলসহ সকল উপকরণ সহজলভ্য করা হয়েছে। কৃষকদের মাঝে নতুন নতুন প্রযুক্তি সরবরাহ করা হচ্ছে। গবেষণার মাধ্যমে নতুন বীজের উদ্ভাবন সরকার গৃহীত পদক্ষেপের মধ্যে অন্যতম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. হাবিবুল ইসলাম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নাটোর জেলার নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল বারী মির্জা এবং পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ কিশোয়ার হোসেন
মেলা উদ্বোধনে জেলা, উপজেলা পর্যায়ের কর্মকর্তা/ কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, কৃষক,কৃষি উদ্যোক্তা, শিক্ষার্থী সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন।

মেলায় কৃষক ও শিক্ষার্থীদের মাঝে লেবু,পেঁয়ারা ও সুপারির চারা বিনামূল্যে বিতরণ করা হয় । কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা চলবে ২৮ থেকে ৩০ অক্টোম্বর পর্যন্ত।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments