নিজস্ব প্রতিনিধি: কৃষি মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত TARAPS Project এর আওতায় “Transforming Bangladesh Agriculture: Outlook 2050” শীর্ষক আঞ্চলিক কর্মশালা রবিবার (০২ নভেম্বর ২০২৫) হোটেল নূরজাহান গ্র্যান্ড, সিলেটে অনুষ্ঠিত হয়।

কৃষি মন্ত্রণালয়ের পিপিসি অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো: মাহমুদুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, সচিব, কৃষি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মোঃ রেজা-উন-নবী; এফএও এর টেকনিকেল এডভাইজার মার্টিন মগাস্টিনি, এবং গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ডিএই, সুনামগঞ্জের উপপরিচালক কৃষিবিদ মো উমর ফারুক পরবর্তীতে স্বাগত বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের পিপিবি অধিশাখার যুগ্মসচিব জনাব কামরুল হাসান।
কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন-কৃষি মন্ত্রণালয়ের পিপিসি অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো: মাহমুদুর রহমান।
সিলেট অঞ্চলের কৃষি পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. মোশাররফ হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে ২০৫০ সাল পর্যন্ত একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের পদক্ষেপ নিয়েছেন সেই নিমিত্তে কৃষিক্ষেত্রে সকল স্টেকহোল্ডারদের মতামত সংগ্রহ এবং সকল সীমাবদ্ধতা বিশ্লেষণের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হবে। তিনি বলেন- সিলেট অঞ্চলে ভিন্ন মাত্রায় কাজ করার সুযোগ রয়েছে। এখানে রয়েছে হাওর, পাহাড়-টিলা ও প্রচুর পরিমানে পতিত জমি , এসব অনাবাদি পতিত জমির কার্যকর ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানো সম্ভব। তিনি কৃষকদের পেস্টিসাইড ও রাসায়নিক সারের পরিমিতি ব্যবহার করতে বলেছেন এবং নিরাপদ খাদ্য উৎপাদনের উপর গুরুত্ব প্রদান করেন। এছাড়াও তিনি আন্তঃমন্ত্রণালয় যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করে দেশের কৃষিকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
কর্মশালায় আগত বিভিন্ন দপ্তর/সংস্থার প্রধান কর্মকর্তা ও কৃষকসহ সব ধরনের স্টেকহোল্ডারদের গ্রুপ ভিত্তিক ও উম্মুক্ত আলোচনার মাধ্যমে মতামত গ্রহণ করা হয়।
এছাড়া কর্মশালায় কৃষি মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, কৃষক ও কৃষি উদ্যোক্তাগণ এবং ডিএই এর সিলেট অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



