ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শেরে বাংলা এ.কে. ফজলুল হকের ১৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর নামে নামকৃত শেরে বাংলা হলে কোনো আয়োজন না হওয়ার বিষয়ে গত রোববার (২৭ অক্টোবর) বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পর আগামী ৩০ অক্টোবর শেরে বাংলা এ.কে. ফজলুল হকের জীবন ও কর্মের উপর আবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি কুইজ প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের সহকারী রেজিস্ট্রার মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এক নোটিসে কুইজ প্রতিযোগিতা আয়োজনের এ তথ্য জানানো হয়।
নোটিসে বলা হয়, এতদ্বারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের আবাসিক শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৩০ অক্টোবর শেরে বাংলা এ.কে. ফজলুল হকের জীবন ও কর্মের উপর আবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উক্ত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনে আগ্রহী আবাসিক শিক্ষার্থীদের আগামী ৩০/১০/২০২৪ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় শেরে বাংলা হলের টিভি রুমে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।