Friday, March 28, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureবরিশালে কৃষি উদ্যোক্তা বাছাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বরিশালে কৃষি উদ্যোক্তা বাছাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে কৃষি উদ্যোক্তা বাছাইয়ের জন্য অংশীজনদের সাথে পরামর্শ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৮ অক্টোবর) নগরীতে অবস্থিত বেসরকারি প্রতিষ্ঠান সেইন্ট বাংলাদেশের হলরুমে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ প্রোগ্রামের (পার্টনার- ডিএএম অংগ) উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের (উপসচিব) মো. মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বরিশালের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়ম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শামীম চৌধুরী এবং পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোসা. ফাহিমা হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা এস এম মাহবুব আলম।

কৃষি বিপণন কর্মকর্তা এন এম রেজাউল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্টনার (ডিএএম অংগ) প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মো. বায়েজীদ বোস্তামী, কৃষক প্রতিনিধি মো. শহিদুল ইসলাম, নারী উদ্যোক্তা রেবেকা সুলতানা, জান্নাতুল ফেরদৌস, তাসলিমা আক্তার শিমুল প্রমুখ।

কর্মশালায় প্রধান অতিথি বলেন, সফল উদ্যেক্তা হিসাবে আপনাদের স্বপ্ন দেখতে হবে। আর তা অবশ্যই বাস্তবায়ন করা চাই। যেখানে আটকিয়ে যাবেন, সেখান থেকেই আমরা পথ দেখাবো। সম্মিলিত প্রচেষ্টায় অনেক কিছুই অর্জন করা সম্ভব।

কৃষকের পণ্য বিপণন ও বাজারকারবারীদের সাথে আন্তঃসমন্বয় সৃষ্টি করার পাশাপাশি পণ্য প্রক্রিয়াজাতকরণে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং তাদের সহায়তা করাই প্রকল্পাধীন এই অংগের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে সারাদেশে ২০ হাজার উদ্যোক্তা তৈরি করা হবে। এর মধ্যে ১২ হাজার নারী আর বাকী ৮ হাজার হবে যুবকের সংখ্যা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments