এক্সিম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ -এর কৃষি ও কৃষি অর্থনীতি এবং গ্রামীণ উন্নয়ন অনুষদের শিক্ষার্থীরা এনিম্যাল সায়েন্স কোর্সের অংশ হিসেবে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির লাইভস্টক ফার্ম পরিদর্শন করেন।
বুধবার (৩০ অক্টোবর) এনিম্যাল সায়েন্স বিভাগের প্রধান ড. মো: মেহেদি হাসানের নেতৃত্বে শিক্ষার্থীদের দলটি প্রয়াসের ভেড়ার খামার, দুগ্ধখামার এবং ব্ল্যাক বেঙ্গল ছাগলের প্রজনন খামার পরিদর্শন করে। এ সময় খামারের ডেপুটি ম্যানেজার (লাইভস্টক) ডা. রাজিন বিন রেজাউল এবং খামারের ম্যানেজার মো: জামাল উদ্দীন খামারের বিভিন্ন দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। ভেড়া, গরু ও ছাগলের খামারের বিভিন্ন জাতের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বর্ণনার পাশাপাশি তিনি এসব খামারের বাসস্থান, খাদ্য, প্রজনন ও রোগ ব্যবস্থাপনা সম্পর্কে শিক্ষার্থীদের সম্যক ধারণা দেন।
খামার পরিদর্শন শেষে কৃষি অনুষদের ২৭ ব্যাচের শিক্ষার্থী মো আবির বলেন, তত্বীয় জ্ঞানকে পূর্ণতা দিতে এমন ভিজিট খুব কাজে লেগেছে তাদের। খামারের সকল বিষয় জানার পর লাইভস্টক খামারের প্রতি তার আগ্রহ অনেকগুন বেড়ে গেছে।
পরিদর্শনের অভিজ্ঞতা সম্পর্কে জানাতে গিয়ে কৃষি অর্থনীতি এবং গ্রামীণ উন্নয়ন অনুষদের ২২ ব্যাচের শিক্ষার্থী আখলাকুন নেছা লিমা বলেন, আজকের এই খামার পরিদর্শন তাদের জ্ঞানকে আরো সুসংহত করেছে যা মাঠ পর্যায়ে কাজ করতে গেলে কাজে আসবে।
পুরো কার্যক্রম পরিচালনা শেষে ডা. রাজিন বিন রেজাউল উপদেশ দিয়ে বলেন, খামার পরিদর্শন করে যেটুকু জ্ঞান আহরণ হয়েছে তা যেন দেশের কৃষক ও কৃষির তরে শিক্ষার্থীরা ব্যবহার করেন। সাথে সাথে শিক্ষার্থীদের আগ্রহ ও পরিশ্রমের প্রশংসা করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও কথা বলেন এনিম্যাল সায়েন্স বিভাগের প্রভাষক ডাঃ জাহাঙ্গীর আলম।
ডঃ মোঃ মেহেদি হাসান সমাপনি বক্তব্যে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব মোঃ হাসিব হোসাইন সহ খামারের সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে খামার পরিদর্শন কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।