পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কৃষিতে বায়োচারসমৃদ্ধ সারের ব্যবহার দক্ষতা বৃদ্ধি শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কৃষি কনফারেন্স কক্ষে উক্ত ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
অধ্যাপক ড. গোপাল সাহার সঞ্চালনায় অধ্যাপক ড. মোঃ আবু ইউসুফের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ, কৃষি গবেষণা ফাউন্ডেশনের সিনিয়র বিশেষজ্ঞ ড. মনোয়ার করিম খান উপস্থিত ছিলেন।
কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে পবিপ্রবির এগ্রোনোমি বিভাগ এবং বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের (বারি) সমন্বয়ে অধ্যাপক ড. গোপাল সাহা ও অধ্যাপক ড. ফকির মোহাম্মদ শামীম মিয়ার তত্ত্বাবধানে পরিচালিত প্রকল্প বায়োচারসমৃদ্ধ সারের ব্যবহার দক্ষতা বৃদ্ধির ফলাফল উপস্থাপনের মাধ্যমে প্রকল্পের সমাপনী কর্মশালায় প্রায় অর্ধ শতাধিক গবেষক শিক্ষক এবং পবিপ্রবির এগ্রোনোমি বিভাগের স্নাতকোত্তর, পিএইচডি অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।