Friday, March 28, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusপ্রথমবারের মতো নিজেদের মন্দিরে দীপাবলি উদযাপন হাবিপ্রবির সনাতনী শিক্ষার্থীদের

প্রথমবারের মতো নিজেদের মন্দিরে দীপাবলি উদযাপন হাবিপ্রবির সনাতনী শিক্ষার্থীদের

Print Friendly, PDF & Email

হাবিপ্রবি প্রতিনিধিঃ নির্মাণের পর প্রথমবারের মতো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে দীপাবলি উদযাপিত হয়েছে। বর্ণিল এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা অংশ নেন। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে হাবিপ্রবি কেন্দ্রীয় মন্দির সেজেছিলো বর্ণিল সাজে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে দীপাবলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রাসাদ বিতরণ, আরতি, শ্যামা সংগীত, আলোকসজ্জাসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হয়। একইসঙ্গে প্রদীপ জ্বেলে, আতশবাজি ও ফানুশ উড়িয়ে এ উৎসব উদযাপন করেন দীপাবলিতে আসা সনাতন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ এনামউল্যা, সনাতন বিদ্যার্থী সংসদের উপদেষ্টা অধ্যাপক ড. শ্রীপতি শিকদার, প্রক্টর অধ্যাপক ড. মোঃ শামসুজ্জোহা, জনসংযোগ পরিচালক মোঃ খাদেমুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক অধ্যাপক ড. নিজাম উদ্দীনসহ সনাতন ধর্মাবলম্বী অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা বলেন, বাংলাদেশ অত্যন্ত শান্তিপ্রিয় দেশ। এখানে সকল ধর্মের মূল্যবোধ অক্ষুন্ন রেখে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করবে। সেখানে প্রতিটি ধর্মের মানুষ পরস্পরকে সহযোগিতা করবে। বিশ্ববিদ্যালয়ে এই প্রথম নিজেদের মন্দিরে দীপাবলি পালিত হলো। ভবিষ্যতেও অন্যান্য উৎসব পালনে সর্বাত্মক সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্বাগত বক্তব্য শেষে প্রদীপ জ্বালিয়ে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন তিনি।

পুজায় আসা শিক্ষার্থীরা দীপাবলির এই আলোয় দেশ, সমাজের সকল স্তর থেকে সাম্প্রদায়িকতা ও অমানিশা দূর হোক এই প্রত্যাশা করেছেন। সবশেষে প্রাসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments