Thursday, December 5, 2024
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusহাবিপ্রবিতে সাধারণ শিক্ষার্থী সাথে  ছাত্রদলের মতবিনিময়

হাবিপ্রবিতে সাধারণ শিক্ষার্থী সাথে  ছাত্রদলের মতবিনিময়

Print Friendly, PDF & Email

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের সাথে খোলা মাঠে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ। 

আজ (বুধবার ৬ নভেম্বর) দুপুর ১২ টায় হাবিপ্রবিতে পৌঁছায় কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তাদেরকে হাবিপ্রবি ছাত্রদল এবং  সাধারণ শিক্ষার্থীরা বরণ করে নেয়।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জাকির উদ্দীন আবির, যুগ্ন সাধারণ সম্পাদক মো. রাব্বি হাসান,যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম। 

আরো উপস্থিত ছিলেন হাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক পলাশ বার্নাড দাস, সদস্য সচিব মো.ফরহাদ ইসলাম। এছাড়াও হাবিপ্রবি ছাত্রদলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

ছাত্রদল নেতৃবৃন্দ প্রথমেই শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ  জাতীয়তাবাদী দল বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট এবং ছাত্রদলের লিফলেট বিতরণ করেন। সেইসাথে ভবিষ্যৎ ছাত্ররাজনীতি কেমন হতে পারে সেই বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের নিকট থেকে মতামত নেন এবং ছাত্রদলের প্রতি সাধারণ শিক্ষার্থীদের প্রশ্ন জেনে নেন এবং প্রশ্নের আলোকে উত্তর প্রদান করেন। ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফলজ এবং ঔষধি গাছ রোপণ করেন।

ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিকদের বলেন, সাধারণ শিক্ষার্থীরা হাবিপ্রবি ক্যাম্পাসে ছাত্রদলকে সাদরে গ্রহণ করেছে। ছাত্রদলের কাছে তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন। ছাত্রদলও সাধারণ শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার সর্বোচ্চ প্রতিদান দিতে প্রস্তুত। সন্ত্রাসী ও নিষিদ্ধ  সংগঠন ছাত্রলীগের মতো আমরা অস্ত্রের রাজনীতি নয় কলমের রাজনীতি প্রতিষ্ঠিত করতে চায়।মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার জন্য দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে সবসময়ের জন্য রয়েছে। বিশ্ববিদ্যালয়ে হলগুলোর ডাইনিংয়ে খাবারের মান উন্নয়ন, ছাত্র সংসদ চালু সহ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুন্দর পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদল সবসময়ই সচেষ্ট ছিল, আছে এবং থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments