হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের রূপালী ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা বলেন, আমরা সামান্য বেতন পায়। খুব বেশি উপার্জনের সুযোগ নেই।আমরা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত রূপালী ব্যাংক শাখা হতে কর্পোরেট ঋণ নিয়ে বাড়ি নির্মাণ করি কিংবা অন্য কোনো সম্পদ গঠনের চেষ্টা করি। এই ব্যাংক এখানে আমাদের থেকে ব্যাপক সুযোগ -সুবিধা পাচ্ছে। অথচ আমাদের সুযোগ সুবিধা না দিয়ে আমাদের সাথে প্রহসন করছে। যেই কর্পোরেট ঋণের সুদের হার ৮% ছিল সেখান থেকে কোনোকিছু না বলেই ১২% সুদ ধার্য করা হয়েছে। যা আমাদের সাথে একটি প্রহসন।
তারা আরো বলেন, যদি আগামী মঙ্গলবারের মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া নাহয়, যদি সুদের হার না কমানো হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
হাবিপ্রবি রূপালী ব্যাংক কর্পোরট শাখার ব্যবস্থাপক মো. এমরান হোসেন বলেন, আপনারা যখনই যেই দাবির কথা বলেছেন আমরা তখনই সেই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানিয়েছি। আজকে আপনারা যে মানববন্ধন করছেন সেই বিষয়েও জানি এবং ঊর্ধ্বতনদের জানিয়েছি। আপনাদের সুদের হার ১০% করার বিষয়ে কাজ চলমান রয়েছে। আপনারা যেহেতু সিঙ্গেল ডিজিট ৮% সুদের কথা বলছেন, আমি এ বিষয়েও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।