নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কৃষি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নগরীর খামারবাড়িতে কৃষি তথ্য সার্ভিসের সম্মেলনকক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
মতবিনিময় সভায় কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টার বলেন, বরিশালের শস্য ভান্ডার এখন বরেন্দ্র অঞ্চলে চলে গেছে। সেই ঐতিহ্য আবারও ফিরিয়ে আনতে হবে। এবার সার ও বীজের কোনো সংকট নেই। কৃষকদের উৎসাহিত করলে উৎপাদন বাড়বে। তাই জমি যেন খালি না থাকে। যেসব জায়গায় এক ফসল কিংবা দুই ফসল হয়, সেখানে কীভাবে তিন ফসল করা যায়; তা নিয়ে কাজ করতে হবে। তাহলে দেশের মানুষের খাদ্যের চাহিদা পূরণ হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবু জুবাইর হোসেন বাবলু, বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. রায়হান কাওছার, ডিএইর সরেজমিন উইংয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোজদার হোসেন, ডিএইর অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার, ডিএই বরিশালের উপপরিচালক মো. মুরাদুল হাসান, ডিএই পটুয়াখালীর উপপরিচলক মো. নজরুল ইসলাম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের যুগ্ম পরিচালক (সার) মো. আসাদুজ্জামান, ডিএই বরিশাল জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়ম প্রমুখ।
অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের অর্ধশতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।