Thursday, December 5, 2024
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusহাবিপ্রবির ইঞ্জিনিয়ারিং অনুষদে ডীনের দায়িত্বে প্রফেসর ড. কামরুল

হাবিপ্রবির ইঞ্জিনিয়ারিং অনুষদে ডীনের দায়িত্বে প্রফেসর ড. কামরুল

Print Friendly, PDF & Email

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীনের দায়িত্ব পেয়েছেন ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন বিভাগের প্রফেসর ড. এস. এম. কামরুল হাসান।

রবিবার (১৭ নভেম্বর) এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত  হাবিপ্রবি/সংস্থা/ডি-১১/২০২০ (অংশ-১)/ ৯৭২ স্মারকের এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। অফিস আদেশে উল্লেখ করে বলা হয় যে, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন পদে অধিষ্ঠিত প্রফেসর ড. মো. মফিজউল ইসলাম, এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর ডীন পদের কার্যকাল আগামী ১৮/১১/২০২৪ তারিখ শেষ হবে বিধায় বিশ্ববিদ্যালয় আইনের ২৩ (৫) ধারা মূলে জ্যেষ্ঠতার ভিত্তিতে অধ্যাপকগনের মধ্য হতে আবর্তনক্রম অনুযায়ী পরবর্তী ২(দুই) বছরের জন্য ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন বিভাগের প্রফেসর ড. এস. এম. কামরুল হাসান-কে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন পদে নিযুক্ত করা হলো।

অফিস আদেশটিতে বলা হয় এ আদেশ ১৯/১১/২০২৪ তারিখ হতে কার্যকর হবে।

ডীনের দায়িত্বপ্রাপ্তি এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে প্রফেসর ড.এস এম কামরুল হাসান বলেন,এটি মূলত জ্যৈষ্ঠতার ভিত্তিতে একটা দায়িত্ব পাওয়া। চেয়ারম্যানের দায়িত্বের পাশাপাশি ডীনের দায়িত্ব  পালনের বিষয়টি দায়িত্ব পালনে নতুন মাত্রা যুক্ত করলো। যেকোনো ভালো কাজের দায়িত্ব পেলে সবার ক্ষেত্রেই  ভালো লাগা কাজ করে। আমার ক্ষেত্রেও সেরকমই। ডীন হিসেবে আমি ইঞ্জিনিয়ারিং অনুষদে করোনা কালীন সময়ে সৃষ্ট সেশনজট কমানোর চেষ্টা করবো।সেইসাথে আমাদের  শিক্ষক শিক্ষার্থীদের গবেষণা মুখী হতে উদ্বুদ্ধ করবো।যদিও আমাদের অনেক শিক্ষক ভালো ভালো গবেষণার সাথে যুক্ত আছেন।আমরা নতুন ভবনে এসেছি এখানে ক্লাস রুম সজ্জিতকরণ, ল্যাবের বিষয় থেকে শুরু করে প্রতিটি বিষয়ে মনোযোগ দিয়ে কাজ করতে চাই। সেইসাথে হাবিপ্রবির ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীরা যেন বিদেশে উন্নত রাষ্ট্রে মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি লাভ করতে পারে সেই বিষয়েও কাজ করতে চাই।

উল্লেখ্য, প্রফেসর ড. এস এম কামরুল হাসান ২০০৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ করেন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০৬ সালে মাস্টার্স পাশ করেন।২০১১ সালে তিনি বেলজিয়ামের  Ghent University and Catholic University of Lueven থেকে আরো একটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০১৬ সালে  ইতালির Free University of Bolzano থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এই প্রফেসর। ২০০৭ সালে তিনি হাবিপ্রবিতে লেকচারার হিসেবে যোগদান করেন। ২০১১ সালে এসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে পদোন্নতি পান।২০১৬ সালে এসোসিয়েট প্রফেসর এবং ২০২০ সালে তিনি প্রফেসর হিসেবে পদোন্নতি পান। ২০২২ সালের ২৩ আগস্ট  থেকে তিনি বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। World  class scientific peer-reviewed journal এ ৩৩ টি জার্নাল প্রকাশ হয় এই প্রফেসরের। 

তিনি কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশ, অ্যালামনাই এসোসিয়েশন অব ঘেন্ট ইউনিভার্সিটি, অ্যালামনাই এসোসিয়েশন ক্যাথলিক ইউনিভার্সিটি অব লিউভেন, বাংলাদেশ ফুড টেকনোলজিস্টস ওয়েলফেয়ার সোসাইটি এবং বাংলাদেশ সোসাইটি অব এগ্রিকালচার ইঞ্জিনিয়ার এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমান তিনি বিভিন্ন গবেষণাধর্মী প্রজেক্টের সাথে যুক্ত আছেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments