মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জমকালো আয়োজনের মাধ্যমে ৫ই নভেম্বর থেকে শুরু হয়েছিল আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৪।
১২ই নভেম্বর ২০২৪ইং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বনাম ফুড টেকনোলজি বিভাগের খেলায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার কারণে টুর্নামেন্ট এর বাকি খেলাগুলো স্থগিত করে দেওয়া হয়। পরবর্তীতে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তের জন্য ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিয়ে নতুন করে টুর্নামেন্টের সূচি ও বাইলজ ঘোষণা দেওয়া হয়। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত কিছু খেলোয়ার ও দর্শককে টুর্নামেন্ট থেকে বহিস্কার করা হয়। নতুন বাইলজে দর্শকদের জন্য কিছু নিষেধাজ্ঞা দেওয়া হয়। গোল হওয়ার পর মাঠে দর্শক প্রবেশ নিষেধ এবং খেলার মাঠে বাঁশি, ভুজুজেলা, বাদ্যযন্ত্র নিয়ে প্রবেশ নিষেধের পাশাপাশি প্রতিপক্ষ দলকে অকথ্য ভাষায় গালিগালাজ করা থেকে বিরত থাকার কথা বলা হয়।
আজ ৪ই ডিসেম্বর (বুধবার) দুপুর ২টায় টেক্সটাইল বনাম ফুডের সেই ম্যাচের বাকি অংশ খেলার মাধ্যমে ২০দিন বন্ধ থাকার পর আবার টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে।
শরীরচর্চা বিভাগের পরিচালক ড. মো. মাহফুজ রেজা জানান, “টুর্নামেন্টের বাকি খেলাগুলা নিয়ে আমরা আশাবাদী। কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে আমরা সচেতন রয়েছি। আশা করি সুদরভাবে এই টুর্নামেন্ট শেষ করতে পারবো।” পাশাপাশি তিনি টুর্নামেন্ট সফল করার জন্য সকল শিক্ষার্থীদের আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী সবাই আশাবাদী টুর্নামেন্টের বাকি খেলাগুলায় যেন কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং সুন্দরভাবে টুর্নামেন্ট শেষ হয়।
শরীরচর্চা বিভাগ কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে, যা তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও ক্রীড়াসম্মত দক্ষতা বৃদ্ধি করবে। ১৫ই ডিসেম্বর ফাইনালের মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।