মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) মহান বিজয় দিবস উপলক্ষে মাভাবিপ্রবি ইসলামী ছাত্রশিবির কর্তৃক দুইদিন ব্যাপি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করা হয়।
১৫ ও ১৬ ডিসেম্বর ৬টি ফ্যাকাল্টির অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের ফিল্ডে এই টুর্নামেন্ট এর ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় বিবিএ ফ্যাকাল্টি ও লাইফ সাইন্স ফ্যাকাল্টি। টুর্নামেন্টের শিরোপা জিতে বিবিএ ফ্যাকাল্টি।
টুর্নামেন্ট সম্পর্কে মাভাবিপ্রবি ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. মাহবুব জোবায়ের বলেন, “খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমই নয়, এটি মানবিক মূল্যবোধ, ভ্রাতৃত্ববোধ, এবং নেতৃত্বের গুণাবলী বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ইসলাম আমাদের কেবল নামাজ, রোজা ও ইবাদতের জন্য সীমাবদ্ধ রাখেনি; বরং শারীরিক সুস্থতা এবং মজবুত চরিত্র গঠনের ওপরও বিশেষ গুরুত্ব দিয়েছে। মহানবী (সাঃ) নিজেও ক্রীড়া ও শরীরচর্চাকে উৎসাহিত করেছেন। তাঁর জীবনে ঘোড়দৌড়, তীরন্দাজি এবং কুস্তির উদাহরণ আমরা দেখতে পাই। তাই, আমাদের খেলাধুলা শুধু বিনোদনের জন্য নয়; এর মাধ্যমে আমরা শরীর-মন উভয়ই সুস্থ রাখতে পারি এবং ইসলামী জীবনবোধের চর্চা করতে পারি।”
মাভাবিপ্রবি ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো.হাফিয বলেন, এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের মাঝে আন্তরিক সম্পর্কের ভিত্তি মজবুত হবে। একে-অপরকে ভ্রাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ করবে।”
পরবর্তীতে বিজয়ীদের মাঝে ট্রফি ও মেডেল প্রদান করা হয়।