হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সদস্য ফরম বিতরণ করেছে হাবিপ্রবি ছাত্রদল।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে সকাল ১০ টায় উক্ত সদস্য ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সদস্য ফরম বিতরণের পাশাপাশি হাবিপ্রবি ছাত্রদলের কমিটি গঠন প্রক্রিয়া এবং কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত কমিটি গঠন প্রক্রিয়া, সদস্য ফরম বিতরণ এবং কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জকির উদ্দিন আবির।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম। উক্ত কর্মসূচির সভাপতিত্ব করেন হাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক পলাশ বার্নাড দাস।
হাবিপ্রবি ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন হাবিপ্রবি ছাত্রদলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থী।
উক্ত সদস্য ফরম বিতরণ এবং কর্মী সম্মেলনে হাবিপ্রবি ছাত্রদল নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জকির উদ্দিন আবির বলেন, “৫ আগস্ট খুনি হাসিনা’র পতনের পর আমরা নতুন বাংলাদেশে ছাত্র রাজনীতি নব সূচনা করেছি।আগামীর ছাত্র রাজনীতি হবে শিক্ষার্থী বান্ধব, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তার বিপরীতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিচ্ছন্ন, সাধারণ শিক্ষার্থীদের স্বার্থের রাজনীতি করতে চাই।তারই অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে শক্তিশালী করার লক্ষ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজকের এই ফরম বিতরণ ও কর্মী সম্মেলন। খুনি হাসিনা ১৬ বছর অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখল করে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে ত্রাসের রাজনীতি করেছে তা থেকে আমরা শিক্ষা নিয়ে একটি সুষ্ঠু সুন্দর রাজনীতি চর্চা করতে চাই। তার প্রেক্ষাপটে আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সারা দেশে পাঠিয়েছেন। আর আমরাও সাধারণ শিক্ষার্থীদের মতমত নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি চর্চা করতে চাই”।