Friday, March 28, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusপবিপ্রবির চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরামের নেতৃত্বে প্রতিক ও সৌরভ

পবিপ্রবির চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরামের নেতৃত্বে প্রতিক ও সৌরভ

Print Friendly, PDF & Email

পবিপ্রবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরাম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  শাখার নতুন কমিটির ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছে প্রতিক পাল ও সাধারণ সম্পাদক হিসেবে এস.এম. তানভিরুল ইসলাম  (সৌরভ )। এই কমিটিকে আগামী এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার ( ৪ মার্চ  ) চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরামের  প্রধান উপদেষ্টা  অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মালেক , সাবেক সভাপতি ইপন চন্দ্র এবং  সাবেক সাধারণ সম্পাদক এস.এম
সহিদুল ইকরামের  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এছাড়াও এই কমিটিতে সিনিয়র  সহ-সভাপতি হিসেবে তাওয়াজ মোরশেদ হিমেল এবং সহ- সভাপতি হিসেবে মো: নাজমুল হুদা রিফাত, জীবন চাকমা,সজীব বড়ুয়া,সাজ্জাদ ইবনে হোসেন, নাহিম উদ্দিন, ফাহিম ফাতিন,অনির্বাণ দে অর্ক, মোহাম্মদ আলী সাগর, মহিদুল শরীফ,নীলাঞ্জন দেবনাথ ধ্রুব, সিয়াম রহমান, আরফানুল ইসলাম বাবু, সাইমন ইসলাম, হাসান আহম্মেদ, মোহাম্মদ আশরাফুল, উম্মে তাসমিন সুমাইয়া জেবা,মেহেজাবিন চৌধুরী (বিপাশা),নীলাঞ্জনা দাশ এবং ওয়াহিজাতুন্নেসা স্বর্ণালী  দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ  খ্যাত এই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আঞ্চলিক সংগঠন সক্রিয় রয়েছে যারা ছাত্রদের কল্যাণে কাজ করে যাচ্ছে। পবিপ্রবির চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরাম  তেমনই একটি ছাত্র সংগঠন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments