হাবিপ্রবি প্রতিনিধি : প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে টেকসই ও পরিবেশবান্ধব কৃষি প্রশিক্ষণ বিনামূল্যে ট্রাইকোডার্মা,ট্রাইকো কম্পোস্ট ও কৃষি উপকরণ বিতরণ করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষিভিত্তিক সংগঠন শস্যবৃত্ত।
আজ শনিবার বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন কর্ণাই গ্রামে কর্ণাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্ল্যা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান , প্রক্টর প্রফেসর ড. মো. শামছুজ্জোহা এবং রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান । এছাড়াও শস্যবৃত্তের উপদেষ্টামণ্ডলী, সদস্য এবং প্রান্তিক পর্যায়ের কৃষক উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শস্যবৃত্তের সভাপতি আখিরুজ্জামান সৌরভ।
উক্ত টেকসই ও পরিবেশবান্ধব কৃষি প্রশিক্ষণে শস্যবৃত্তের সদস্যরা প্রশ্নোত্তরের মাধ্যমে কৃষকদের কৃষি বিষয়ক সমস্যার সমাধান দেন এবং কিভাবে টেকসই ও পরিবেশবান্ধব কৃষি বাস্তবায়ন করা যায় সে বিষয়ে পরামর্শ দেন।
হাবিপ্রবির প্লান্ট প্যাথলজি বিভাগের প্রফেসর ড. মো. মহিদুল হাসান কর্তৃক সদ্য উদ্ভাবিত ট্রাইকোডার্মা ৫০ জন কৃষকের মাঝে বিনা মূল্যে বিতরণ করা হয়। ট্রাইকোডার্মার পাশাপাশি ট্রাইকো কম্পোস্ট, পোকামাকড় নিধনের ফাঁদ সহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। প্রফেসর মহিদুল হাসান কর্তৃক উদ্ভাবিত ট্রাইকোডার্মা কৃষকেরা ইতিমধ্যে ব্যবহার শুরু করেছেন। এতে কৃষকেরা কতটা লাভবান হচ্ছে সে বিষয়ে জানতে চাইলে কৃষকেরা ইতিবাচক মন্তব্য ব্যক্ত করেন। ট্রাইকোডার্মা ব্যবহারের সঠিক পদ্ধতি সম্পর্কে কৃষকদের মাঝে ধারণা দেওয়া হয়। প্রফেসর মহিদুল উক্ত অনুষ্ঠানে তার পিএইচডি শিক্ষার্থী কৃষিবিদ মো. শরিফুল ইসলামকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত অনুষ্ঠানে শস্যবৃত্ত কতৃক কৃষিবিষয়ক ভিডিও প্রতিযোগিতার পুরস্কারও প্রদান করা হয়।