Tuesday, November 18, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusজাবিপ্রবি রিসার্চ সোসাইটির উদ্যোগে গবেষণা সেমিনার অনুষ্ঠিত

জাবিপ্রবি রিসার্চ সোসাইটির উদ্যোগে গবেষণা সেমিনার অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email

জাবিপ্রবি প্রতিনিধি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) রিসার্চ সোসাইটির উদ্যোগে “Research Methodology and Paper Writing” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে৷

সোমবার (৪ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত সেমিনারে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান মূল আলোচক হিসেবে গবেষণার মৌলিক ধারণা, পদ্ধতি ও আন্তর্জাতিক মানসম্পন্ন পেপার রাইটিংয়ের কৌশল নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনূজ্জামান এবং বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী এবং প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান উপস্থিত ছিলেন৷ অতিথিরা গবেষণামুখী শিক্ষার প্রসারে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

জাবিপ্রবি রিসার্চ সোসাইটির সভাপতি সাজেদা আক্তার শিমলার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জিমের সঞ্চালনায় সোসাইটির উপদেষ্টাদের সহযোগিতায় আয়োজিত এই সেমিনারে ২৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জানান, সেমিনারটি তাদের গবেষণা ও পেপার লেখার দক্ষতা বৃদ্ধিতে অনুপ্রেরণা জুগিয়েছে। আমন্ত্রিত অতিথিরা বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের গবেষণামুখী সংস্কৃতি গড়ে তোলার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments