নিজস্ব সংবাদদাতাঃ ঢাবি ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছায়া জাতিসংঘ (ডানমান-২০২৪) এর ১১ তম সম্মেলন আগামী ৩০ মে থেকে শুরু হয়ে ২ জুন পর্যন্ত চলবে।
বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউএসএইড-এর বাংলাদেশ মিশন ডিরেক্টর রিড অ্যাসলিম্যান, ঢাবি অধ্যাপক ড. দেলওয়ার হোসেন, ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সোনালী দয়ারত্নে।
এই আয়োজনের এবারের প্রতিপাদ্য ‘Sustainability beyond Conflict: Forging Equitable Peace through Unified Actions’। জাতিসংঘের অধিবেশনের প্রতীকী উপস্থাপনায় তরুণরা বিভিন্ন বিষয়ের ওপর তাদের ধারনা তুলে ধরবেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।