নিজস্ব সংবাদদাতাঃ ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় ২য় ধাপে সম্প্রতি সুফলভোগীদের মধ্যে ২৪ টি বকনা বাছুর বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, মাননীয় হুইপ, মহান জাতীয় সংসদ ও মাননীয় সংসদ সদস্য , নারায়নগঞ্জ -২ ; জনাব এস এম আশিকুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, মৎস্য ভবন , নারায়ণগঞ্জ ;
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব ইশতিয়াক আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, আড়াইহাজার। আরো উপস্থিত ছিলেন জনাব ডাঃ সজল কুমার দাস, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা; জনাব আমিনুল হক নিয়াজী, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা ; জনাব স্বপ্না আক্তার, সহকারী মৎস্য কর্মকর্তা ( ইলিশ প্রকল্প) সংশিষ্ট ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।