Thursday, October 9, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeFisheriesইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা অব্যাহত

ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা অব্যাহত

Print Friendly, PDF & Email

মোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি 

জাতীয় সম্পদ ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে (৩ অক্টোবর) মধ্যরাত থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। ডিমওয়ালা মা-ইলিশ রক্ষা ও প্রজনন বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা কার্যকর করতে জেলা ও উপজেলা প্রশাসন নিয়েছে সব ধরনের প্রস্তুতি। জেলা প্রশাসকের নেতৃত্বে উপকূলীয় এলাকায় চলছে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা। আইন-শৃঙ্খলা বাহিনীও তদারকিতে থাকবে, যাতে কোনোভাবেই নিষেধাজ্ঞা ভঙ্গ করা না যায়।

জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, ভোলায় নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ৪৩ হাজার। এ সময় জীবিকা নির্বাহে সুবিধার্থে প্রত্যেক নিবন্ধিত জেলেকে ৪০ কেজি করে চাল দেওয়া হবে। আগামী এক সপ্তাহের মধ্যেই এ খাদ্যসহায়তা তাদের হাতে পৌঁছে যাবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মা-ইলিশ সংরক্ষণে এ নিষেধাজ্ঞা দেশের খাদ্য নিরাপত্তা ও জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংশ্লিষ্ট সবাইকে নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments