Friday, August 22, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeNationalপরিবেশ সুরক্ষায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বেতাগীতে বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশ সুরক্ষায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বেতাগীতে বৃক্ষরোপণ কর্মসূচি

Print Friendly, PDF & Email

লিটন কুমার ঢালী , বরগুনা প্রতিনিধিঃ

পরিবেশ সুরক্ষায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বেতাগীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২ জুন) সকাল সাড়ে দশটায় উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের বিদ্যালয় শাখার উপদেষ্টা প্রধান শিক্ষক মো. বজলুর রহমান, জ্যেষ্ঠ সহকারী শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক মনোয়ারা বেগম, বসুন্ধরা শুভসংঘ বেতাগী উপজেলা সভাপতি আলহাজ্ব মো. কামাল হোসেন খান, উপদেষ্টা ও কালের কন্ঠ’র উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালী, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন, সহকারী শিক্ষক কমলেশ চন্দ্র শীল, সহকারি শিক্ষক মো. বশির আহমেদ, কম্পিউটার ল্যাব অপারেটর আব্দুর রহমান। এছাড়া এসময় বসুন্ধরা শুভসংঘের বিদ্যালয় শাখার শিক্ষার্থী বায়েজিদ খান, জান্নাতুল আক্তার, সায়েম, শাকিল, রাব্বি হোসেন সুমাইয়া আক্তার, শিলা আক্তার শিফা আক্তার।

এসময় উপজেলা শাখার সভাপতি কামাল হোসেন খান বলেন, পরিবেশ প্রকৃতি জীব বৈচিত্র্য একে অপরের সঙ্গে নিবিড় ভাবে সম্পৃক্ত। মানুষের বেঁচে থাকতে গাছের ভূমিকা অপরিসীম। কিন্তু অপরিকল্পিত নগরায়ণের ফলে ক্রমেই গাছপালার সংখ্যা হ্রাস পাচ্ছে। এর প্রভাবে ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি, অকল্পনীয় হারে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা।

প্রধান শিক্ষক বজলুর রহমান বলেন, পৃথিবীকে সবুজ ও বাসযোগ্য করে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। আমরা আজ যে বড় গাছের ছায়ায় আশ্রয় গ্রহণ করি তা আমাদের লাগানো গাছ নয়। তাই আমাদের পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করে এখনই বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করতে হবে।
বসুন্ধরা শুভসংঘের সভাপতি আলহাজ্ব মো. কামাল হোসেন খান বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের এই আয়োজনে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধে বিষয় শিক্ষার্থীরা বিস্তারিত ধারণা পেয়েছে। ‘

এসময় বসুন্ধরা শুভসংঘের সদস্যরা বিদ্যালয়ের মাঠের চারপাশে আম, পেয়ারা, আমলকী, জলপাইসহ বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের চারা রোপণ করেন। এছাড়া পরিবেশ ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের গুরুত্ব ও পলিথিন ব্যাগ বর্জন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments