Friday, August 22, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeNationalনানা আয়োজনে চর কুকরি মুকররিতে পরিবেশ দিবস উদ্‌যাপন

নানা আয়োজনে চর কুকরি মুকররিতে পরিবেশ দিবস উদ্‌যাপন

Print Friendly, PDF & Email

মোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি:

নানা কর্মসূচির মধ্য দিয়ে ভোলার চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপ চর কুকরি মুকররিতে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন)‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি, বৃক্ষরোপণ, চারা বিতরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে দিবসটি উদ্‌যাপন করা হয়।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) কুকরি মুকররি অ্যাডাপটেশন লার্নিং সেন্টারের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিল ‘প্রকৃতি ও জীবন ক্লাব, ভোলা’।

কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ৫ হাজার গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়। পরে স্থানীয় কুকরি মুকররি বাজার, ইউনিয়ন পরিষদ এলাকা এবং লার্নিং সেন্টার চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ অভিযানে প্লাস্টিক ও পলিথিনসহ অন্যান্য অপচনশীল বর্জ্য অপসারণ করা হয়। কর্মসূচিতে স্থানীয় ৩৫ জন নারী ও পুরুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুল হক, জিজেইউএস শাখা ইনচার্জ মোঃ হোসেন এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments