বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫ উপলক্ষে বরগুনায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
লিটন কুমার ঢালী, বরগুনা প্রতিনিধিঃ
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই প্রত্যয়কে সামনে রেখে বরগুনায় অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি। মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, সকাল ৯টা ৩০ মিনিটে বরগুনা জেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে শুরু হয় র্যালিটি। জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। তার সঙ্গে ছিলেন বরগুনা জেলার পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল, সদর থানার অফিসার ইনচার্জ মো. ইয়াকুব, জেলা প্রশাসন ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, পরিবেশবাদী সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ। র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার, যা জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে বক্তারা জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা তুলে ধরে বলেন, গাছ আমাদের প্রাকৃতিক সহায়ক। পরিবেশ রক্ষা, অক্সিজেন সরবরাহ, মাটির ক্ষয়রোধ এবং জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ ও জলবায়ু-সংবেদনশীল দেশে বৃক্ষরোপণের গুরুত্ব এখন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে হলে এখনই ব্যাপকভাবে গাছ লাগাতে হবে।
আয়োজকরা জানান, বৃক্ষমেলা উপলক্ষে বরগুনা শহরের কেন্দ্রস্থলে একটি বিশেষ প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখানে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন, বিক্রি ও বিতরণ করা হচ্ছে। এই বৃক্ষমেলা আগামী এক সপ্তাহ ধরে চলবে, যেখানে স্থানীয় নার্সারি ও বন বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে পরামর্শও দেওয়া হবে। এতে করে মানুষ সহজেই উপযুক্ত গাছ নির্বাচন ও রোপণের সঠিক পদ্ধতি জানতে পারবে।
এই আয়োজনে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ বিশেষভাবে নজরকাড়ে। শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। অনেকেই গাছের গুরুত্ব নিয়ে পোস্টার তৈরি করেছে, কেউবা পরিবেশ রক্ষার অঙ্গীকার নিয়ে ব্যানার ধারণ করেছে। এমন আয়োজন মানুষকে পরিবেশ সচেতন করে তোলে এবং আগামীর প্রজন্মকে সবুজ ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে।
পরিবেশবান্ধব সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ অত্যন্ত ইতিবাচক ও সময়োপযোগী বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা। বরগুনা জেলা প্রশাসন এবং বন বিভাগের এই উদ্যোগকে সবার জন্য অনুকরণীয় উদাহরণ হিসেবেও অভিহিত করা হয়। বক্তারা প্রত্যাশা করেন, এই র্যালি ও মেলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে গাছ লাগানোর আগ্রহ ও দায়বদ্ধতা আরও বাড়বে এবং একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার পথে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।