Tuesday, October 21, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusশিক্ষা  ও গবেষণার পরিবেশ আধুনিক ও মানসম্মত রাখতে অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য: সিকৃবি...

শিক্ষা  ও গবেষণার পরিবেশ আধুনিক ও মানসম্মত রাখতে অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য: সিকৃবি ভিসি

Print Friendly, PDF & Email

সিকৃবি প্রতিনিধি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, শিক্ষা ও গবেষণার পরিবেশ আধুনিক ও মানসম্মত রাখতে অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য। ১৪ অক্টোবর (মঙ্গলবার) বিকাল ৩.০০ ঘটিকায় ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সুবিধার্থে এফভিএবিএস অনুষদের নতুন ভবনে ক্যাপসুল লিফট উদ্বোধন করেন সিকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।
লিফট উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিকভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এই লিফট স্থাপন তারই অংশ। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদ ও দপ্তর প্রযুক্তিনির্ভর, সময়োপযোগী ও নিরাপদ পরিবেশে পরিচালিত হোক। উন্নত শিক্ষার পাশাপাশি প্রশাসনিক সেবায়ও গতিশীলতা আনতে আধুনিক অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য অবকাঠামোগত উন্নয়ন যেমন জরুরি তেমনি তার সার্বক্ষণিক যত্ন একান্ত প্রয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে সিকৃবির ট্রেজারার, বিভিন্ন অনুষদীয় ডিন, রেজিস্ট্রার,বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments