নিজস্ব প্রতিনিধিঃ ঝালকাঠি সদর উপজেলায় “কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ” প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। আজ (০৭ জুলাই) রবিবার পুষ্টি সমৃদ্ধ নিরাপদ ফসল গ্রাম বাস্তবায়নের লক্ষ্যে প্রদর্শনীভূক্ত কৃষকদের মাঝে এ উপকরণ (সবজি ও মসলার বীজ, ফলদ ও ভেষজ চারা, পানির ঝাঝড়ি এবং নেট) বিতরণ করা হয়।
এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রিফাত সিকদার, অতিরিক্ত উপপরিচালক( উদ্ভিদ সংরক্ষণ), ঝালকাঠি। আরো উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলার সুযোগ্য উপজেলা কৃষি অফিসার জনাব আলী আহম্মদ, অতিরিক্ত কৃষি কর্মকতা জনাব খাদিজা ও কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রাসেল-মনির এবং এসএএপিপিও জনাব ফনিভূষন ঢালিসহ উপসহকারী কৃষি অফিসারবৃন্দ।
এ সময় অতিরিক্ত উপপরিচালক বলেন, ”এ প্রকল্পের ফলে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করা অনেক সহজ হবে”। প্রায় অর্ধশত কৃষকের মাঝে এ উপকরণ বিতরণ করা হয় এবং সামনে আরও প্রকল্পভুক্ত কৃষককে দেয়া হবে।