নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে বিনা ধান ২৩ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) জেলার বাবুগঞ্জ উপজেলার ভবানীপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে (বিনা) এই মাঠ দিবসের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান এবং বাবুগঞ্জের উপজেলা কৃষি অফিসার মোহা. আব্দুর রউফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনা বরিশালের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন।
বিনার সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী এনায়েত হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুন নাহার, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহমুদ আল নূর, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, প্রদর্শনী চাষি মো. কবির হোসেন, কৃষক আমিনুল ইসলাম প্রমুখ। মাঠ দিবসে অর্ধশতাধিক কৃষক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দীর্ঘ মেয়াদী আমন ধান আবাদের ফলে দক্ষিণাঞ্চলে পরবর্তী রবি মৌসুমের ফসল চাষ করতে দেরী হয়ে যায়। এছাড়া বন্যা কিংবা জলাবদ্ধতার কারণে ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দেয়। তবে উভয় মৌসুমকে চাষের আওতায় আনতে আমনের এমন বন্যাসহিষ্ণু জাত বেছে নিতে হবে, যা স্বল্প সময়ের মধ্যে ফলন পাওয়া যায়। এ ক্ষেত্রে বিনা ধান২৩ যথেষ্ট উপযোগী। এর মাধ্যমে ফসলের শস্যনিবিড়তা বাড়বে। পাশাপাশি কৃষকরাও লাভবান হবেন।
প্রদর্শনীচাষি মো. কবির হোসেন জানান, তিনি এ বছর ৪০ শতাংশ জমিতে বিনা ধান ২৩ চাষ করেছেন। আর তা থেকে প্রায় ২৫ মন ফলন পাওয়ার আশা তার। জাতটির জীবনকাল কম হওয়ায় ধান কেটে সরিষা, সুর্যমুখী, গম কিংবা ভুট্টা আবাদ করতে পারবেন।